নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে মরহুম আবুল কাশেম সরদার,তার স্ত্রীসহ সকল কবরবাসীয় রুহের মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ ডিসেম্বর দিবাগতরাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়াস্থ বাইতুত তাক্বওয়া জামে মসজিদ প্রঙ্গনে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাইতুত তাক্বওয়া জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ বেলাল হুসাইন তাকির সভাপতিত্বে উক্ত ওয়াজ ও মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বাংলাদেশ বেতার বান্দরবনের আলোচক ও পশ্চিম বালাঘাটা জামে মসজিদের খতিব মাওলানা মুবাশ্বির বিন আযহার।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হা. ক্বারী মাও. নাজমুল হাসান সিদ্দিকী, মুফতি এস,এম, দ্বীন ইসলাম, মাওলানা আবুল হোসেন কাসেমী, মুফতি আবু সুফিয়ান আল জামি, হা. মাও. জাকির হোসেন, মুফতি মোহাম্মদ আবু সাঈদ, হা. মাও. হেমায়েত উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাইতুত তাক্বওয়া জামে মসজিদের সভাপতি আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম মুক্তি, কোষাধ্যক্ষ মুহাম্মদ বরকত উল্লাহ, দাতা সদস্য রাসেদুল কবির রাব্বি।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বাইতুত তাক্বওয়া জামে মসজিদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম। মাহফিল পরিচালনায় করেন বাইতুত তাক্বওয়া জামে মসজিদের সহ-সাংগঠনিক সম্পাদক ডালিম মুহাম্মদ ও মুহাম্মদ আসাদুজ্জামান সোহাগ। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আল-আমিন আড়াইহাজারী।