20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সাক্ষাৎকার / মজুরি বোর্ডের নূন্যতম মজুরি ঘোষণা করা নিয়ে তাল বাহানা সহ্য করা হবে না- জাহাঙ্গীর আলম গোলক

মজুরি বোর্ডের নূন্যতম মজুরি ঘোষণা করা নিয়ে তাল বাহানা সহ্য করা হবে না- জাহাঙ্গীর আলম গোলক

নিউজ ব্যাংক ২৪. নেট :  মজুরি বোর্ড নূন্যতম মজুরী ঘোষণা করা নিয়ে তাল বাহানা শুরু করেছে এর শেষ কোথায়।

শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক সোমবার ১১ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত ৬ মাস পূর্বে ফেব্রুয়ারি ‘২০২৩ ইং মজুরি বোর্ড গঠিত হয় নূন্যতম মজুরি ঘোষণার দাবিতে।৬ মাসের মধ্যে মজুরি ঘোষণার আইনগত বাধ্যবাধকতা থাকলেও এখনো মজুরি ঘোষণা করা হয়নি। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, বিভিন্ন শ্রমিক সংগঠন ২০’০০০ টাকা, ২৩’০০০টাকা ২৪’০০০ টাকা, ২৫’০০০ টাকা নূন্যতম মজুরি ঘোষণার দাবিতে আন্দোলনরত আছেন।ঐক্যবদ্ধ স্কপ নূন্যতম মজুরি ২০’০০০ টাকা দাবি তুলেছে। বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি , বাড়ি ভাড়া,গাড়ি ভাড়া , চিকিৎসা খরচ, সন্তানদের লেখাপড়ার খরচসহ মিলিয়ে ধরলে নূন্যতম মজুরি ৩০,০০০টাকায় কোন শ্রমিকের সংসার খরচ চলতে পারে না।গত ১বছরে জিনিস পত্রের দাম দশগুণ বেড়েছে। কিন্তু শ্রমিকের বেতন বাড়েনি। অবিলম্বে মজুরি বোর্ড বাজার মূল্য বিবেচনা করে শ্রমিকের শ্রমের ন্যয্যমূল্য ও ন্যায্য মজুরি ঘোষণা না করে তাহলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে এর দায় – দায়িত্ব মজুরি বোর্ডসহ সরকারকে নিতে হবে।

শ্রমিক জাগরণ মঞ্চ দীর্ঘ দিন যাবৎ নূন্যতম মজুরি ২৪,০০০ টাকা মজুরি বোর্ড ও প্রধানমন্ত্রীর বরাবর ৬ দফা দাবিসহ স্মারক লিপি দিয়েছেন । শ্রমিকদের জন্য রেশন, আবাসন, হেলথ্ কার্ড ও শ্রমিক সন্তানদের অবৈতনিক শিক্ষার দাবিতে সারা দেশে আন্দোলন সংগ্রাম করে আসছে। অবিলম্বে যদি নূন্যতম মজুরী ২৪,০০০ টাকা ঘোষণা না করা হয়, তাহলে সারা দেশে দূর্বার আন্দোলন গড়ে তুলবে ৬ দফা দাবিতে বিজ্ঞপ্তিতে প্রশাক করেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক ।

আরও পড়ুন...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ব্যাংক ২৪. নেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী …