নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত।
শুক্রবার ১০মার্চ বিকাল ৩টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মন্টু ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লক্ষ্মঈ চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি, জেলা কমিটির সদস্য কমরেড আঃ হাই শরীফ, কমরেড দুলাল সাহা, কমরেড শাহানারা বেগম, কমরেড বিমল কান্তি দাস, কমরেড আঃ সালাম বাবুল, কমরেড ইকবাল হোসেন প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ এক দু:শাসনের মধ্যে আছে। মানুষের ন্যূনতম ভোটের অধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি যেন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। জনগণ জীবন জীবিকা নিয়ে দিশেহারা। নানা সংকটের মধ্যেও আমরা কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা লড়াই–সংগ্রাম অব্যাহত রেখেছি। সকল প্রকার শোষণ বঞ্চনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে আছি। আজকের আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় লুটপাট ও ক্ষমতার ভাগ–বাঁটোয়ারার ধারার বিপরীতে শ্রমিক কৃষকের পক্ষে সরকার গঠনের লক্ষ্যে সিপিবিসহ আমরা বাংলাদেশের বামপন্থীরা লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ লুটপাটের এক মহোৎসব শুরু করেছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেতর জীবন যাপন করলেও কিছু মানুষ বিদেশে লাখো কোটি টাকা পাচার করছে। কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। বিএনপিসহ অন্যান্য বুর্জোয়া বিরোধী রাজনৈতিক শক্তি বিগত দিনের দেউলিয়াপনা আজও ঘোচাতে ব্যর্থ হচ্ছে। জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক দলগুলো বরাবরের মতো বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর স্বপ্নে বিভোর। এ সুযোগে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পরিকল্পনায় বিরাজনীতিকরণের শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাই। এই সরকারের অধীনে নির্বাচন আমরা মেনে নেব না। নেতৃবৃন্দ আরও বলেন, এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। লুটেরা বুর্জোয়া শ্রেণির বাজার-সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল শ্রমজীবী মানুষের জন্য রেশন দিতে হবে। বিদ্যুৎ, গ্যাস ও সকল প্রকার জ্বালানির মূল্য কমাতে হবে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।