নিউজ ব্যাংক ২৪. নেট : সভা-সমাবেশে পুলিশী বাঁধা, হামলা-মামলা ও গণগ্রেফতার বন্ধ এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার
দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গল বিকাল ৪ টায় চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর পদক্ষিণ করে।
জেলা সিপিবির সম্পাদকম-লীর সদস্য আব্দুল হাই শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবির নেতা বিমল কান্তি দাস, দুলাল সাহা, বাসদ নেতা সেলিম মাহমুদ, এস এম কাদির প্রমুখ ।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিছিল করার অধিকার দেশের সংবিধান দ্বারা সংরক্ষিত। কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের সকল সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে জাতীয় ও জনজীবনে সংকট সর্বগ্রাসী রূপ নিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংক ডাকাতরা ঋণ নিয়ে ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ব্যাংকগুলো ফোকলা করে ফেলেছে। চাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের বাজার উর্ধমুখী।৬৮% মানুষ খাবার কিনতে হিমসিম খাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নামছে তখন হামলা মামলা-গুম খুন করছে রাষ্ট্রীয় বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা। নেতৃবৃন্দ ১০ ডিসেম্বর বিএনপির জনসভাকে কেন্দ্র করে এক কর্মীকে হত্যা, অফিস ভাংচুর, বিএনপি মহাসচিব মির্জা ফকরুলসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তি দাবি করেন ।