29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ভাষা সৈনিক নাগিনা জোহা’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলহাজ্ব আজমেরী ওসমানের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল

ভাষা সৈনিক নাগিনা জোহা’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলহাজ্ব আজমেরী ওসমানের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল

নিউজ ব্যাংক ২৪. নেট : স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, সাবেক গণ পরিষদ ও জাতীয় সংসদ সদস্য স্বাধীনতা পদক (মরোণত্তর) প্রাপ্ত প্রয়াত জননেতা একেএম শামসুজ্জোহার সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ নাসিম ওসমান, বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও জননেতা শামীম ওসমান এমপি’র রত্নগর্ভা মাতা ভাষা সৈনিক নাগিনা জোহা’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ৭ মার্চ বাদ আছর নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডস্থ বাসভবনে আলহাজ্ব আজমেরী ওসমানের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজি আমির, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, যুব নেতা আকতার নুর, শ্রমিকনেতা মোহাম্মদ হোসেন রেজা, মোঃ আলমঙ্গীর হোসেন আলম, মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন ও মোঃ সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিলাদ ‍ও দোয়া মাহফিলে স্বাধীনতা পদক (মরোণত্তর) প্রাপ্ত প্রয়াত জননেতা একেএম শামসুজ্জোহার, তার সহ সহধর্মিনী রত্নগর্ভা মাতা ভাষা সৈনিক নাগিনা জোহা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ আলহাজ্ব একেএম নাসিম ওসমান সহ ওসমান পরিবারের সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। এ ছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, জননেতা একেএম শামীম ওসমান এমপি, আলহাজ্ব পারভীন ওসমান ও আলহাজ্ব আজমেরী ওসমানের জন্য এবং সমগ্র দেশবাসির শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …