নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বহুল আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার মামলার ঘটনায় আদালতে দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) উম্মে সারবান তাহুরার আদালতে ওই সাক্ষীরা তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীর হলেন, মামলার ১১ নাম্বার সাক্ষী নাসির উদ্দিন মোল্লা ও ১২ নাম্বার সাক্ষী শেখ আলী আহম্মদ। কিন্তু মামলার আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অসুস্থতার কারনে আদালতে আনা হয়নি ।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মন্ডল বলেন, জাকির খান ভীষণ অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি থাকায় তাকে আজও আদালতে আনা হয়নি। তবে আদালতে তার বিরুদ্ধে দু’জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছে। তারা আদালতকে জানিয়েছেন, এ হত্যার বিষয়ে তারা কিছুই জানেন না। তারা পুলিশকেও কোন জবানবন্দি দেননি বলে জানান। এসময় বাদি পক্ষের আইনজীবী তাদেরকে প্রশ্ন করেন, আপনারা কি ভয়ে এমন কথা বলছেন? সাক্ষীরা তখন বলে, ভয় পাবো কেন। সবারইতো মরতে হবে। আমরা যা সত্য তাই বলেছি।
এছাড়াও তিনি জানান, আজ আমরা আদালতের কাছে জাকির খানের জামিন চেয়েছিলাম। কিন্তু আদালত হাই কোর্টের একটি আদেশের কারণে সেই জামিন মঞ্জুর করেনি এবং আগামী ২২ সেপ্টেম্বর এ মামলার পরবর্তি কার্যদিবস ঘোষণা করেন। তবে আমরা আশা করছি, খুব শীঘ্রই জাকির খানের জামিন হবে এবং এ মিথ্যা মামলা থেকে তিনি মুক্তি পাবেন।