নিউজ ব্যাংক ২৪. নেট : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ৩৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হাফিজুর রহমান (৩০) ও ইসরাফিল (২৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে পুটখালি গ্রামের বিশাল গরু ফার্ম পাশে একটি কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের ও ইসরাফিল একই থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।
যশোর র্যাব-৬ জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পুটখালি গ্রামের গরু ফার্মে পাশে ওই দুইজন ভারতীয় ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছে। সেখানে অভিযান চালিয়ে হাফিজুর ও ইসরাফিলকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে ওই ফার্মের পাশে একটি কলাবাগানের মধ্যে লুকানো দুইটি বস্তায় ৩৯৬টি ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আসামী হাফিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে দুইটি ও ইসরাফিলেল বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিচারাধীন রয়েছে। আসামীরদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।