7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / বেনাপোলে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব

বেনাপোলে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব

নিউজ ব্যাংক ২৪. নেট : যশোরের বেনাপোলে ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপ থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার ২১ নভেম্বর ভোরের দিকে অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রাখা রয়েছে।

পরে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বালতি ভর্তি ২১টি ককটেল বোমা উদ্ধার করে। এই ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। পরে উদ্ধার ককটেল বোমা জব্দ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন...

অপ্রীতিকর পরিস্থিতি ঘটাতে চায় যারা তাদের বিরুদ্ধে বলিষ্ঠ ব্যবস্থা- আইজিপি ময়নুল ইসলাম 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ঐতিহ্য সম্বলিত শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির ও …