নিউজ ব্যাংক ২৪. নেট : বাবা-মাকে বারবার বলার পরও বিয়ে না করানোয় ধান কাটার কাস্তে দিয়ে মা রানু বেগমকে (৫৭) গলা কেটে হত্যা করেছে ছেলে মো. রাসেল (২২)। এরপর ঘরে বসেই মোবাইল ফোনে বাবা আতর খাঁনকে মাকে হত্যার কথা জানায় রাসেল। কিছুক্ষণ পরে আতর খাঁন ঘরে ফিরে স্ত্রীর নিথরদেহ খাটে পড়ে থাকতে দেখেন।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঘাতক ছেলে রাসেলের বরাত দিয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। বিকেলে আসামি রাসেলকে ফরিদগঞ্জ থানা-পুলিশ চাঁদপুর আদালতে সোপর্দ করলে তাকে জেলহাজতে নেওয়ার আদেশ দেন বিচারক।