7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / ‘‘বিয়ের প্রলোভল দেখিয়ে জোরপূর্বক অপহরণ’’ র‌্যাব- ১১ কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

‘‘বিয়ের প্রলোভল দেখিয়ে জোরপূর্বক অপহরণ’’ র‌্যাব- ১১ কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট :  র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রী ভিকটিম(১৪)’কে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ জুম্মান (১৯)’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ জুম্মান (১৯) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দিঘীবরাবো, দক্ষিন যাত্রামুড়া এলাকার মতিউর রহমানের ছেলে এবং উদ্ধারকৃত ভিকটিম (১৪) ৮ম শ্রেনীর ছাত্রী। গ্রেফতারকৃত আসামী ভিকটিম (১৪) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকেই গ্রেফতারকৃত আসামী মোঃ জুম্মান (১৯) বিভিন্ন ভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। ঘটনার এক পর্যায়ে গত ২৩/০৪/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ১১ টা ৫ মিনিট ঘটিকার সময় ভিকটিম মঠবাড়িয়া থানাধীন বাহালী পট্টি ২নং ওয়ার্ডস্থ তার বসত ঘরের সামনে রাস্তার উপর বের হইলে গ্রেফতারকৃত আসামী মোঃ জুম্মান (১৯) ও তার সঙ্গীয় ২/৩ জন সহযোগীদের সহযোগীতায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭, তারিখ-২৭/০৪/২০২৩খ্রিঃ, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ (সংশোধনী ২০২০)।

পরবর্তীতে র‍্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত আসামীকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এই মামলার
অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …