নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব-১১ এর অভিযানে গজারিয়া থানাধীন এলাকায় গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতাকারীদের অর্থের অন্যতম যোগানদাতা এবং সরকার বিরোধী আন্দোলনের মূলহোতা- গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদল এর সাবেক সভাপতি মাহাদি ইসলাম বাবু (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি সনদ বড়ুয়া নিউজ ব্যাংক ২৪ কে জানান, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখ রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়। তাদের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষসহ বহু হতাহতের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহণ ও ব্যক্তিগত পরিবহণে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের নাশকতার ঘটনা ঘটায়। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক সহিংসতা ও নাশকতার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে র্যাব-১১।
গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত শান্তিনগর (বক্তারকান্দি) সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা পালন করে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি “মাহাদি ইসলাম বাবু (৩৭)”। এ ঘটনায় গত ২৯ অক্টোবর ২০২৩ তারিখে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মোট ৪১ জন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে একটি মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত মাহাদি ইসলাম বাবু (৩৭) এ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত। মামলা রুজু হবার পর হতেই র্যাব-১১ এর গোয়েন্দা দল ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করবার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণপূর্বক ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৩ নভেম্বর ২০২৩ তারিখ ঢাকা নিউ মার্কেট থানাধীন হাতিরপুল এলাকার মোতালেব প্লাজার সামনে থেকে র্যাব-১১ এবং র্যাব-১ এর যৌথ আভিযানিক দল মাহাদি ইসলাম বাবু (৩৭), পিতা- আহাদ মাস্টার, সাং- পোড়াচক বাউশিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিএনপি ও জামায়াতে ইসলাম কর্তৃক আহ্বানকৃত হরতালকে সফল করার লক্ষ্যে মাহাদি ইসলাম বাবু (৩৭) এর নেতৃত্বে যানবাহনসহ বিভিন্ন সরকারি ও রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক ও নাশকতামুলক কর্মকান্ড সংঘটনের পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনা সফল করার উদ্দেশ্যে মাহাদি ইসলাম বাবু (৩৭) এর নেতৃত্বে প্রত্যেকের হাতে লোহার রড, ককটেল, লাঠিসোটা, ইটপাটকেল ইত্যাদি সহকারে বেআইনী জনতাবদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত শান্তিনগর (বক্তারকান্দি) সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জন-সাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বিস্ফোরক দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়াও সে এসকল ধ্বংসাত্মক ও নাশকতামুলক কর্মকান্ড সংঘটনের অর্থের যোগানদাতা বলে স্বীকার করেছে।
সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। অবরোধে নিরাপত্তা প্রদানে দূরপাল্লার মালবাহী এবং যাত্রীবাহী পরিবহণসমূহকে চাহিদার প্রেক্ষিতে র্যাবের এসকর্ট প্রদানের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হচ্ছে।
গ্রেফতারকৃত আসামী মাহাদি ইসলাম বাবু (৩৭) এর বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া, সদর এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় নি¤েœবর্ণিত মামলা রয়েছেঃ ক। মুন্সীগঞ্জ এর গজারিয়া থানার এফআইআর নং-০৪/৩৬৪, তারিখ- ০৪ নভেম্বর, ২০১৩; ধারা- ১৪৩/৩৪১/৩৩২/ ৩৩৩/৩৫৩/১১৪/৪২৭ পেনাল কোড-১৮৬০; খ। মুন্সীগঞ্জ এর গজারিয়া থানার এফআইআর নং-১৬/৬৮, তারিখ- ২২ এপ্রিল, ২০০৮; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/৩২৫/৩৫৪/৩৭৯/১১৪ পেনাল কোড-১৮৬০; গ। মুন্সীগঞ্জ এর গজারিয়া থানার এফআইআর নং-১৬/৩২২, তারিখ- ২৫ ডিসেম্বর, ২০১৮;
ধারা- ৩ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৪৩৫/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০; ঘ। মুন্সীগঞ্জ এর মুন্সিগঞ্জ সদর থানার এফআইআর নং-৬/৫৫৬, তারিখ- ০৩ অক্টোবর, ২০১৮; জি আর নং-, তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; ঙ। মুন্সীগঞ্জ এর মুন্সিগঞ্জ সদর থানার এফআইআর নং-৩৬, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-৫৯৭, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২২। ধারা- ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩০৭/৩০৭/৪২৭/৪৩৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; চ। মুন্সীগঞ্জ এর গজারিয়া থানার এফআইআর নং-২১, তারিখ- ২৯ অক্টোবর, ২০২৩; জি আর নং-১৭০, তারিখ- ২৯ অক্টোবর, ২০২৩; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/৩৪/১১৪/৪৩৫ পেনাল কোড- ১৮৬০; তৎসহ ৩/৪/৬ পেনাল কোড- অপঃ, ১৯০৮; ছ। মুন্সীগঞ্জ এর গজারিয়া থানার এফআইআর নং-১, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২২; জি আর নং-২৮০, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২২; ধারা- ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৫০৬/ ১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; জ। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং-৫৬, তারিখ- ৩০ জুলাই, ২০২৩; জি আর নং-৩৬৬, তারিখ- ৩০ জুলাই, ২০২৩; ধারা- ৩/৬ পেনাল কোড- অপঃ, ১৯০৮; তৎসহ
১৪৩/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/ ৩০৭/১০৯/১১৪ পেনাল কোড- ১৮৬০; গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মুন্সিগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।