21 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুনীকে হেনস্তা’র আসামী মারজিয়া র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার 

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুনীকে হেনস্তা’র আসামী মারজিয়া র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার 

 

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নানাবিধ সামাজিক অপরাধ ও বিচ্ছৃঙ্খশা প্রতিরোধে র‌্যাব-১১ তার কর্মপরিধি আরও জোরদার করেছে।

 

র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ৩০ মে ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ৩টার ঘটিকার সময় র‌্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার শিবপুর থানাধীন মুনছেপের চর এলাকা হতে ঢাকা রেলওয়ে জেলার ভৈরব রেলওয়ে থানার মামলা নং-২/৩৩ তারিখ- ২২/০৫/২০২২, ধারা- ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১০/৩০ তৎসহ ১৪৩/৩২৩/৫০৬ পেনাল কোড-১৮৬০ মামলায় অভিযুক্ত মার্জিয়া আক্তার(৬০), পিতা- মৃত আয়েত আলী, সাং-আদিয়াবাদ, ইউপি-ডোকেরচর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী’কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ১টি সীম কার্ড ও নগদ ১৯৮০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৮ মে ২০২২ তারিখ ভোর ৫ টা ঘটিকার সময় নরসিংদী রেলওয়ে স্টেশনে একজন তরুণী এবং দুইজন তরুণ ঢাকাগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় নরসিংদী রেল স্টেশনে উপস্থিত থাকা একজন মধ্যবয়সী নারী ভুক্তভোগী ঐ তরুণীর পরনে পোশাক সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। একই সাথে তার সঙ্গে থাকা অপর দুই তরুণের সম্পর্কেও বাজে মন্তব্য করায় তাদের সাথে ওই অভিযুক্ত নারীর বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায় অভিযুক্ত ওই নারীর সঙ্গে রেলস্টেশনের থাকা আশেপাশে আরও কিছু যুবক ও দু’জন স্থানীয় নারী উক্ত ঘটনায় যোগ দেয়। এ সময় সেখানে উপস্থিত একজন নারী ঐ ভুক্তভোগী নারীর শ্লীলতাহানীর চেষ্টা করে এবং তাকে হেনস্থা করে।

ঘটনাস্থলে পরবর্তীতে যোগ দেয়া বখাটে স্থানীয় যুবকরা ঐ তরুনীর সাথে থাকা দুই যুবককে মারধর করে। পরবর্তীতে ঐ ভুক্তভোগী তরুণী নিজেকে বাঁচাতে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আশ্রয় নেয়। স্থানীয় থানা পুলিশ এসে উক্ত তরুণী এবং তার সাথে থাকা দুই তরুণকে ট্রেনে উঠিয়ে দেয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপকভাবে ভাইরাল হলে এই ঘটনাকে কেন্দ্র করে
দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য এবং সমালোচনার সৃষ্টি হয়। দেশ ও সমাজের বিভিন্ন মহলে উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বারবার দাবি জানানো হয়।

পুলিশ বাদী হয়ে ওই অভিযুক্ত নারী এবং তার সঙ্গে থাকা অভিযুক্ত যুবক এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন এর বিপক্ষে মামলা দায়ের করে। ঐ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজন যুবককে ঘটনার পর পরই গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় চাঞ্চল্য সৃস্টি হওয়ায় র‌্যাব জড়িতদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ওই অভিযুক্ত নারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে রাত ৩ ঘটিকার দিকে তাকে তার আত্মীয়ের বাসা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তদন্তকারী কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান।

 

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …