নিউজ ব্যাংক ২৪. নেট : বিশেষ কৌশলে ১৭৯৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহনকালে ২ জন মাদক ব্যবসায়ী র্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার হয়েছে।
র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম হতে বাসযোগে ২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছে। এরই প্রেক্ষিতে রবিবার ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজার সংলগ্ন বাম পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশীকালে একটি বাসে থাকা ২ জন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয়’কে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের পরিহিত প্যান্ট এর পকেটে বিশেষ কৌশলে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। তাদের দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট হতে সবুজ রংয়ের পলিথিন ও এয়ার টাইট পলি প্যাকেট হতে ১৭৯৫ (এক হাজার সাতশত পঁচানব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বুলু মিয়া (২৪), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-দরগাপাড়া, ২। মোঃ ইয়াছিন (২৬), পিতা-মৃত সৈয়দ আহাম্মেদ, সাং পানখালী, উভয় ইউনিয়ন-নীলা, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে আনায়ন করে ঢাকা’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।