নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার হতে ছেড়ে আসা একটি “সেন্টমার্টিন পরিবহন’’ বাসযোগে ৩ জন মাদক ব্যবসায়ী বিশেষ কৌশলে মাদকদ্রব্য
বহন করে নিয়ে আসছে। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডে অটোস্ট্যান্ড সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে “সেন্টমার্টিন পরিবহন’’ বাস তল্লাশী কালে একটি “সেন্টমার্টিন পরিবহন’’ বাস থেকে ২ জন পুরুষ এবং ১ জন মহিলাকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বিশেষ কৌশলে তাদের পেটের ভেতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে আটককৃতদেরকে জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া), নারায়ণগঞ্জ এর জরুরী বিভাগে নিয়ে গিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভেতর হতে ১০২ (একশত দুই) টি সাদা পলিথিনের ভেতর কালো ও লাল রংয়ের টেপ দ্বারা প্যাঁচানো ক্যাপসুল সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেটগুলোর ভেতর হতে সর্বমোট ৫১০০ (পাঁচ হাজার একশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হারেস (২৬), পিতা-মৃত সৈয়দ হোসেন, ২। সানজিদা বেগম (২৪), স্বামী-মোঃ হারেস, পিতা- সৈয়দ করিম, উভয় সাং-লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, এপি সাং- লেদা পশ্চিম পাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩। নূর মোহাম্মদ (৩৯), পিতা- কবির আহমেদ, সাং- পূর্ব রঙ্গিকালী, পোষ্ট- রঙ্গিকালী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়াণগঞ্জ ও ঢাকার আশ-পাশ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।