নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি রীনা আহমেদের স্বামী বিশিষ্ট রাজনীতিবিদ রোকনউদ্দিন আহমেদ গত ১ ডিসেম্বর ২০২০ তারিখ ভোর ৪টায় প্রয়াত হয়েছেন। তিনি মহিলা পরিষদের অন্যতম সুহৃদ ও শুভাকাংখী ছিলেন। মহিলা পরিষদের কাজে তিনি সব সময় পাশে ছিলেন।
তুখোর এই ছাত্র নেতা তোলারাম কলেজের ভিপি ছিলেন। পরবর্তীতে তিনি সিপিবি এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। নির্ভীক, সাহসী এই নেতার মৃত্যুতে জেলা কমিটির পক্ষে সভাপতি লক্ষ্মী চক্রবর্তী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন, যাতে তারা এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে রোকউদ্দিন আহমেদের মরদেহে জেলা ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।