6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বিজয় দিবসে শহীদদের প্রতি মৎস্যজীবী লীগ নেতা শেখ মোঃ হাফিজের শ্রদ্ধা

বিজয় দিবসে শহীদদের প্রতি মৎস্যজীবী লীগ নেতা শেখ মোঃ হাফিজের শ্রদ্ধা

নিউজ ব্যাংক ২৪. নেট : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পন করেছেন ফতুল্লা থানা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা শেখ মোঃ হাফিজ।

শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকালে নগরীর চাষাড়ার বিজয়স্তম্ভে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফতুল্লা থানা শাখার সংগ্রামী সভাপতি শেখ মোঃ হাফিজ এর নেতৃত্বে শহীদদের প্রতি এ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে শেখ মোঃ হাফিজ বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তা মন্ত্রমুগ্ধ কালজয়ী ভাষণ। সেই ময়দানেই ১৬ ডিসেম্বর বিকেলে পাকিস্তানি হানাদার বাহিনীর ৯১ হাজার ৬৩৪ জন জওয়ানসহ পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তখন জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়েছিল বাংলার আকাশ-বাতাস। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম ও ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে রাতের অন্ধকার ভেদ করে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল এ রাঙা সকাল। বাঙ্গালী জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের গৌরবগাঁথা এক অবিস্মরণীয় দিন এটি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্মদিন। বিজয়ের এই দিনে বিনম্র শ্রদ্ধা জানাই সেইসব জাতীয় বীরদের যাদের অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের আজন্ম কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাদের অসামান্য ত্যাগ ও অবদানের ফলেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি স্বাধীন ভূখণ্ড আর আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা।

এছাড়াও শেখ মোঃ হাফিজ আরও বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ একই সূত্রে গাঁথা দু’টি নাম। এই বাংলায় যদি বঙ্গবন্ধু’র জন্ম না হতো, তাহলে বাংলাদেশ কোনদিন স্বাধীন হতো না। সমগ্র জাতিকে পরাধীনতার ঘানি টানতে হতো। অত্যাচারিত ও অবহেলীত হতে হতো। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। তাই তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তার আদর্শ নিয়ে এগিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি। স্বাধীন বাংলার বুকে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে সুখী, সমৃদ্ধ ও রাজাকারমুক্ত সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় হোক এই বিজয় দিবসের শপথ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …