নিউজ ব্যাংক ২৪. নেট : বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যেগে সোমবার ২০ ফেব্রুয়ারি বেলা ১ টায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে জগদ্বিখ্যাত বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহার ৬৭ তম ও বিজ্ঞানী জিওরদানো ব্রুনোর ৪২৩ তম মৃত্যুর্বাষিকী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সহকারী গণিত শিক্ষক শ্রীকান্ত নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা শওকত আলী,নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের রসায়নের সহকারি শিক্ষক গৌতম কুমার সাহা, সুকদেব পাল, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ এবং সভা পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা সরদার।
বক্তারা বলেন, ১৮৯৩ সালের ৬ অক্টোবর বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শেওড়াতলি গ্রামে জন্মগ্রহণ এবং ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি তার সারা জীবন উৎসর্গ করেছেন বিজ্ঞান এবং দেশের কাজে। তার পিতা পেশায় ছিলেন একজন মুদি দোকানদার। অত্যন্ত অভাব-অনটনে কেটেছৈ তার শৈশব। বিজ্ঞানী হিসেবে সাহার সাফল্যের মূলে ছিলো অনুসন্ধিৎসা এবং চিন্তার স্বচ্ছতা- এই দুটি গুন। তিনি একদিকে ছিলেন স্বাধীনতা চেতনা ও সাহসী, অন্যদিকে ছিলেন অত্যন্ত প্রখর বাস্তব বুদ্ধিসম্পন্ন এবং যুক্তিবাদী। বিজ্ঞান বলতে আত্মভোলা জগৎ- সংসার সম্পর্কে উদাসিন মানুষের যে মূর্তি আমাদের সামনে ভেসে উঠে মেঘনাদ সাহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের জন্য সারাজীবন লড়াই করেছেন।
বক্তারা আরো বলেন, জিওরদানো ব্রুনো হলেন সত্যনিষ্ঠার এক অনির্বাণ জাগপ্রদীপ। তিনি সত্য প্রতিষ্ঠার জন্য তার জীবনকে উৎসর্গ করেন। বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। সেই মতবাদকে বিজ্ঞানী জিওরদানো ব্রুনো প্রচার করেন। তখন সেই সত্যকে তৎতকালীন রক্ষণশীল, কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল শাসক ও সমাজপতিরা অস্বীকার করেছিলেন। এই মতবাদের জন্য তাকে ইতালির রোমে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের সাথে সাথে পৃথিবীর বুকেও নানা ঘটনার আবর্তন ঘটেছে। সেই সত্য আজ সর্বস্তরে স্বীকৃত। জিওরদানো ব্রুনো ও মেঘনাদ সাহার আত্মত্যাগ ও অবদানের কথা ছাত্র ও যুব সমাজের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদিতা গড়ে তোলার জন্য স্মওু করা খুব প্রয়োজন।