নিউজ ব্যাংক ২৪. নেট : তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার ৪ঠা সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ হকার্স মার্কেট প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর স্মারক লিপি প্রদান করে।
অভিযোগ প্রসঙ্গে আহত বিএনপি নেতা মেহেদী হাসান সনি সাংবাদিকদের জানান, আমি একজন সাধারণ মানুষ। বিবাদী ১। হোসেন(৬০), পিতা-অজ্ঞাত, ২। মুন্না(৩২), পিতা-হানিফ, ৩। আরিফ(৩২), পিতা- হোসেন, সর্ব সাং-আমলাপাড়া গালর্স স্কুল সংলগ্ন, ৪ আমিন(৪০), মাতা-সুফিয়া, ৫। সুমন(৩৫), পিতা-কালু মিয়া, ৬। হীরা(৪৫), পিতা-মোঃ বাদশা, ৭! সুজন(২৮), পিতা-কালু, ৮। তানভীর(৩৫), পিতা-মোঃ বাদশা, ৯। রানা(৪০), পিতা-রাজু, সর্ব সাং- আমলাপাড়া মাদ্রাসা, সর্ব থানা ও জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত আরো ১০/১২ জন বর্তমান সময়ে বিভিন্ন জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ বিভিন্ন জায়গায় চাঁদা আদায়ের লক্ষ্যে সংজ্ঞবদ্ধ হচ্ছে এবং সেই সুবাধে আমাকে তাহাদের সহিত থাকার জন্য বলিলে আমি রাজি না হওয়ায় বিবাদগণ গত কয়েকদিন যাবত আমার সহিত খারাপ আচরণ সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করিতে থাকা অবস্থায় গত ২৪/০৮/২০২৪ইং দুপুর বাড়ির সম্মুখে রাস্তায় অনুমান দুপুর ২টায় কথা কাটাকাটি শুরু হলে বিবাদীগণ উত্তেজিত হইয়া আমাকে এলোপাথারী মারধর শুরু করিলে আমি প্রান বাঁচাতে দৌড়ে উপরোক্ত একই ঠিকানার আমার বড় ভাইয়ের ঘরের ভিতরে চলে যাই। বিবাদীগণ দৌড়ে এসে বিবাদীগণের সাথে থাকা বড় ছুড়ি, চাপাটি, ক্রিজ, লোহার রড় সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ঘরের দরজা কুপিয়ে ভেঙে জোড়পূর্বক ঘরের ভিতরে প্রবেশ করে ১, ২, ৩ ও ৫নং বিবাদীগণ তাহাদের হাতে থাকা দাড়ালো ছুড়ি চাপাটি ও ক্রিজের আঘাত করতে করতে আমার সারা শরীর রক্তাক্ত করে ঘরের ভিতরে মাটিতে ফেলে এবং অন্যান্য বিবাদীগণ এলোপাথারী মারধর করতে থাকে এতে আমি জ্ঞান হারিয়ে ফেলিলে বিবাদীগণ আমাকে মৃত ভেবে ভাইয়ের ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে। আমার ভাই ভাবী বিবাদীগণকে থামানো চেষ্টা করায় ১নং বিবাদী আমার ভাবী লিলি(২০) কে মারধর করে এবং গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ২নং বিবাদী ছিনিয়ে নিয়ে যায়। ভাইয়ের পরিবারের সকল কিছু কুপিয়ে আঘাত করতে করতে ভেঙ্গে ব্যবহার অনুপযোগী করে ঘটনাস্থল ত্যাগ করে।
এই মর্মে আমার ভাই মোঃ ইভান হোসেন(৩২), পিতা-মৃত সবর চাঁন, সাং-আমলাপাড়া গালর্স স্কুল সংলগ্ন, থানা ও জেলা-নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, পরিকল্পিত হামলার পর সন্ত্রাসী বাহিনী পরবর্তীতে আমার পরিবারের সকলের ডাক চিৎকারে আশেপাশের সকলে এগিয়ে এসে আমাকে দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট নিয়ে চিকিৎসা করায়। বিবাদীগণের মারধরে আমার ডান হাতের মধ্যমা আঙ্গুলের ২টি রগ কেটে যেয়ে সম্পূর্ন ডান হাতে ক্ষতবিক্ষত হয় এবং বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয় এবং আমার দুটি পায়ের সহ শরীরের ভিবিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ক্ষরন হয় এবং মাথার বিভিন্ন অংশে নীলাফুলা জখম হয়। বিবাদীগণ অত্যান্ত খারাপ প্রকৃতির লোক, তারা যে কোন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি করিবে বলে আশঙ্কা করিতেছি। এমতাবস্থায় কোন উপায়ান্ত না পাইয়া জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত সহযোগীতার জন্য বিষয়টি আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করিলাম ।
এ প্রসঙ্গে বিবাদী আহত বিএনপি নেতা মেহেদী হাসান সনিসহ আহত সকালে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ উক্ত বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় বিচারের হবে বলে আশ্বস্ত করেন।