7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বিএনপি নেতা কামাল হোসেনের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শোক প্রকাশ

বিএনপি নেতা কামাল হোসেনের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শোক প্রকাশ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

মঙ্গলবার ৮ আগষ্ট এক শোকবার্তায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাজেদুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ অনুসারী ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকা প্রকাশ করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি- তিনি যেন তাকে জান্নাত নসীব করে এবং তার শোকাহত পরিবার- পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

উল্লেখ্য, রাত সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডাস্থ নিজবাস ভবনে নিতি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …