নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপ ‘র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে উদযাপন করা হয়।
মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বিকেলে নগরীর বিবি রোডস্থ নারায়ণগঞ্জ ক্লাব লিঃ মার্কেট প্রাঙ্গনে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে মহানগর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৪২ পাউন্ডের কেক কাটেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির আজ ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে মহা ধুমধামের সাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কথা থাকলেও করোনা ভাইরাস ও বন্যার কারনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
এরপর নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় করোনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং আক্রান্তদের সুস্থ্যতা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ সকল প্রয়াত নেতাদের স্মরণে দোয়া করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাগর প্রধান, মঞ্জুরুল আলম মুসা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব খন্দকার, কার্যকরী সদস্য স¤্রাট হাসান সুজন, মহানগর তাঁতী দলের সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক লিংকন খান, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের আহবায়ক রাসেল প্রধান, কুতুবপুর ইউনিয়র মৎস্যজীবী দলের আহবায়ক ওমর ফারুক নাইম খান, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মন্টু, মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক অপু রহমান, জাহিদ খন্দকার, অ্যাডভোকেট নুরুল কাদির সোহাগ, শ্রমিক দল নেতা আবদুল মতিন ভূঁইয়া, আলাউদ্দিন বেপারী, ইমামুদ্দিন তোফা, হুমায়ুন কবীর ভূঁইয়া, আবে জমজম, আল আমিন, হৃদয় ভূইয়া, মো: সুলতান, মো: ফয়সাল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।