নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ বৈশ্বিক করোনা থেকে মুক্তির জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর বাদ আছর নগরীর ১৬নং ওয়ার্ডস্থ দেওভোগ পাক্কা রোড বড় মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু’র উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা তোফাজ্জল সিদ্দিকী, আজিজুল হক, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, ইউসুফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু, কৃষি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।