নিউজ ব্যাংক ২৪. নেট : রেলের পরিত্যাক্ত বলে দাবি করা জমিতে খেলার মাঠ, স্বাস্থ্য ক্লিনিক ও কমিউনিটি সেন্টার বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার বিকেলে লেকের পাড়ে মাঠে এলাকাবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তাগণ বলেন, এই এলাকাতে খেলার কোন মাঠ নেই। আমরা এখানে মাঠসহ জন অবকাঠামো চাই। এ জন্য সিটি করপোরেশনের পাশে আছি। আমরা সরকারের দৃৃস্টি আকর্ষন করছি। কোন অবস্থাতেই ভূমিদস্যুদের থাবা বসাতে দিব না। আমরা বাবুরাইল, দেওভোগ, জল্লারপাড়, নয়াপাড়া, ভুইয়াপাড়া, পাইকপাড়ার এলাকাবাসী এক হয়েছি।
নারী কাউন্সিলর বিভা হাসানের সভ্পতিত্বে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট কর্মকর্তা আব্দুর রহমান লিটন, সমাজকর্মী শাহ নেওয়াজ শাহিন, প্রিন্স মাহমুদ, আহাম্মদ আলী, সাংবাদিক ইমামুল হাসান স্বপন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম,আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুর উদ্দিন আহমেদ, সাবেক জেলা পিপি আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়া এ সকল এলাকার সমাজকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বৃস্টি উপেক্ষা করে শত শত মানুষ অংশ নেন। খোঁজ নিয়ে জানাযায়, এই মাঠটি প্রায় দেড়শ বছর যাবৎ এই অবস্থাতেই পড়ে ছিল। সম্প্রতি বছরে সিটি করপোরেশন বাবুরাইল খালের সৌন্দর্য বর্ধন করতে গেলে এখানে খালের মাটি ড্যাম্পিং করে উচু করা হয়। এরপর সবার দৃস্টি পড়ে এখানে। এর আগে স্থানীয়রা শুকনো মৌসুমে এখানে কাবাডি, দাড়িযা বাধা,ব্যাডমিন্টন ও ডিগবল খেলতেন।কিছুদিন ধান চাষও হয়েছিল। সিটি করপোরেশন এখানে মাঠ করার পরিকল্পনা নিয়েছে বলে জানাগেছে এবং যদি কেউ ব্যক্তি মালিকানা প্রমান করতে পারেন তবে উপযুক্ত বাজার মূল্যে খরিদ করা হবে।
একটি সুত্র জানায় জিমখানায় রেল স্টেশন নির্মাণের সময় বৃটিশরা এই স্পটটি ড্যাম্পিং পয়েন্ট হিসাবে ব্যবহারের জন্য রাখে। স্টেশন সরিয়ে নেয়ার পর অন্যান্য জমির মতো এটিও পরিত্যাক্ত হয়। কেউ কেউ ব্যক্তি মালিকানা দাবি করলেও এযাবৎ কোন অকট্য প্রমাণ দেখরতে পারেন নি। পাশাপাশি আদালত হতে চূড়ান্ত রায়ও নয়। সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে প্রায় দেড়শ বছর যাবৎ এই অবস্থাতেই পড়ে ছিল জমিটি।
প্রবীনরা জানান, এখন পর্যন্ত কেউ মালিকানা প্রমান করতে পারেন নি।সকতো জনেইতো জমিটি দাবি করেছিল। কিন্তু কাগজপত্র দেখাতে পারে নি। তাঁদের মধ্যে একজন বলেন, দেখেন, যেখানে যেখানে জমির বৈধ কাগজ আছে সেখানে বাড়িঘর আছে। কিন্তু জমির ব্যপক চাহিদা থাকার পরেও এই জমিটি কেনো পড়ে থাকলো। আর বাবুরাইলে বাড়িঘর কয়েকশ বছর আগে হতেই আছে তবে এই জমি কেনো পড়ে রইলো?