18 Falgun 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / বাংলাদেশ হোসিয়ারী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ হোসিয়ারী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্‌টু এবং সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন সহ ১৫ জন নির্বাচিত সকল সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ ফেব্রুয়ারী বিকালে নারায়ণগঞ্জ ১নং রেলগেইট সংলগ্ন বাংলাদেশ হোসিয়ারি সমিতি ভবনে সংগঠন অফিসে বেয়ারা নির্বাচনে বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি ১৮ জন প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ ও কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জিএম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী।

এ সময় শপথ বাক্য পাঠ এর মাধ্যমে সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু ও সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্‌টু এবং সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন সহ ১৫জন পরিচালক হোসিয়ারী সমিতির (২০২৫-২০২৭) ইং সনের জন্য দায়িত্ব গ্রহণ করেন।

 

শপথ গ্রহণে জেনারেল গ্রুপে পরিচালকবৃন্দরা হলেন, আব্দুল হাই, মিজানুর রহমান, পারভেজ মল্লিক, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, দুলাল মল্লিক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার। তাছাড়া এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাসির আহম্মেদ।

আরও পড়ুন...

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী  নাজমুল হক’র প্রতীক ৯

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩রা …