নিউজ ব্যাংক ২৪. নেট : “জেন্ডার বৈষম্য বিলুপ্ত হোক- নারীরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে নিজ মর্যাদা ও সম্মান নিয়ে বাঁচুক”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা সংঘ (বিএমএস) নারায়ণগঞ্জ এর উদ্যোগে “আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩” উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৯ই মার্চ সকাল ১১টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের উল্টো পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা সংঘ (বিএমএস) এর সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন নারী কমান্ডার ফরিদা আক্তার (একুশে পদক প্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ এর ডে-কেয়ার অফিসার ছাবিকুন নাহার, প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, উপ-পরিচালক মাহাবুবুল আলম।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা সংঘ (বিএমএস)’র সাধারণ সম্পাদক ঝুমুর আক্তারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রানী সাহা। এছাড়া মো. হাবিবুর রহমান ও কাউছার আহাম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কমান্ডার ফরিদা আক্তার বলেন, নারীরা আজ শিক্ষায়, জ্ঞান অর্জন, কর্ম ক্ষেত্রে পুরুষের তুলনায় সমান ভাবে কাজ করতে সক্ষম। নারীদের নিয়ে বৈষম্য সমাজের দীর্ঘদিনের একটি কুপ্রথা ছিল। যা বর্তমানে কর্মমুখী ও সু-শিক্ষা গ্রহণের দ্বারা মাধ্যমে বিলুপ্তির পথে। আমি একজন নারী মুক্তিযোদ্ধা, আমি ৭১ এর সময় দেশের জন্য পুরুষের ন্যায় যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করতে কাজ করেছি। অনুরূপভাবে বর্তমানে অর্থনৈতিক মন্ধায় নারীরা সমাজে সম অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার মাধ্যমে পুরুষের ন্যায় সমান তালে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে অঙ্গীকার হোক নারীদের বৈষম্য দূর করতে সমাজের সকল ক্ষেত্রে নারীদের ভুমিকা সমঅধিকার প্রতিষ্ঠা করা অপরিসীম। দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাই সামাজিক সকল কাজে নারীদের অগ্রাধিকার দেয়ার জন্য সকলের প্রতি তিনি আহবান করেন। নারীদের সামাজিক ভাবে যথাযত মূল্যায়নের উপর তিনি বক্তব্যে বিশেষ গুরুত্বারব করেন।