16 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / বাংলাদেশ মহিলা পরিষদ না’গঞ্জ কর্তৃক সাংগঠনিক পক্ষ’২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ মহিলা পরিষদ না’গঞ্জ কর্তৃক সাংগঠনিক পক্ষ’২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান

নিউজ ব্যাংক ২৪. নেট :  বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা ”এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ’২৩ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রব্রর্তী।

আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ , সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম।

বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক পক্ষ’২৩ পালন করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে এপক্ষ পালন করছে। আজকে সদস্য সংগ্রহ ও নবায়ন এবং আলোচনা সভার মাধ্যমে এ পক্ষের উদ্বোধন ঘোষণা করা হয়। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় জেলা ও পাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড ও ডাইলপট্টি লেবার শ্রমিক- কর্মচারীদের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না খাবার বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর শুভ জন্মদিন পবিত্র ঈদে …