নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-পরিষদের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারীর প্রতি সহিংসতা জনিত মানসিক আঘাত থেকে উত্তরণের উপায় বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সমেক ধারনা, এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করতে হয়, তা বিস্তারিত আলোচনা করেন। পারিবারিক নির্যাতন, ঘরে-বাইরে সহিংসতার শিকার নারীদের মানসিক দুর অবস্থা, এই আঘাত গুলো প্রতিকার, নিজেদের ছোট না ভাবা, প্রতিবাদী হওয়া, নারী ও পুরুষ এটা জেন্ডারগত পার্থক্য। তাই নারী নয়, মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কোন সমস্যায় পড়লে পরিবারের কারো সাথে বা স্কুলের শিক্ষক বা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, গোপন করলে সমস্যা বাড়বে, অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে, নিজেদের মানসিক ভাবে শক্তিশালী হতে হবে। ঘরে-বাইরে কোন মেয়ে এই সংক্রান্ত সমস্যায় পড়লে মেয়েদেরকেই দোষারোপ করা হয়। তাই নারী-পুরুষ নির্বিশেষে সকলের দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলাতে হবে।