নিউজ ব্যাংক ২৪. নেট : বিগত ২০০৩ সালে নারায়নগঞ্জে, ফতুল্লা বিসিকে শ্রমিক আমজাদ হোসেন কামাল হত্যার বিচার এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য ২৫ হাজার টকা নিন্মতম মজুরী, শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির উদ্দ্যোগে আজ সকাল ৭ টায় শ্রমিক সমাবেশ ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। শহিদ আমজাদ হোসেন কামাল এর মা শহিদ স্মৃতি স্তম্ভে সকাল ৭ টায় প্রথম পূস্পামাল্য অর্পণ করেন।
এ সময়ে এই শ্রমিক অভ্যুথানের অন্যতম শ্রমিক নেতা ও ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শ্রমিক হত্যা করে পৃথিবীতে কোন দিন শ্রমিক আন্দোলন দমন করা যায়নি। ১৮৮৬ সালে আমেরিকায় শিকাগো শহরে মে দিবসে শ্রমিক হত্যা করেও শ্রমিক আন্দলন দমন করা যায়নি। ১৮৮৬ সালে আমেরিকার বর্বর মালিকদের চরিত্র এবং বাংলাদেশের গার্মেন্টস মালিকদের চরিত্র এক। এ কারনে তারা শ্রমিক নেতা আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করেছিল।
বর্তমানে চাল, ডাল, তেল, বাস ভাড়া, বাসা ভাড়া ইত্যাদি বৃদ্ধির কারনে ৮ হাজার টাকায় শ্রমিকের সংসার চালানো সম্ভব নয়। এ কারনে শ্রমিকদের নিন্মতম মজুরী ২৫ হাজার টাকা ঘোষনার দাবী জানান, তিনি একই সঙ্গে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু কারার দাবী জানান।
সমাবেশে আরোও বক্তব্য রাখেন, জনাব আবু সাঈদ, নাজমুল হাসান নান্নু, শিমুল আক্তার আনঞ্জু, রমজান শেখ, মো: বশির, সমাবেশে সভাপতিত্ব করেন হৃদয় মৃধা।
এই সময়ে নারয়নগঞ্জ জেলা শ্রমিক ঐক্য জোট পূস্পামাল্য অর্পণ ও কালো পতাকা মিছিল অনুরূপ কর্মসূচী পালন করে ।