নিউজ ব্যাংক ২৪ ডট নেট : সমাজ প্রগতির ধারায় আমাদের ৬৮ বছরের পথচলায় বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২০ ‘মহান শিক্ষা দিবস’ এ আরেকটি সংযোজন- দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নারায়ণগঞ্জ শহরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
“অত্যাচারের শিকল ভাঙো, জাগাও ধরায় সমপ্রাণ”— এই শ্লোগান ধারণ করে আজ সকাল ১০ ঘটিকায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে আমাদের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা মনীষী রায়।
সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সংসদ এর সভাপতি শুভ বণিক ও সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেদী হাসান সাব্বির। সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং ‘মহান শিক্ষা দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা দিবসের শহীদদের স্মৃতির প্রতি পুস্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ শহর কমিটির ১২ তম সম্মেলনে চিত্রা ঘোষ পরমা কে সভাপতি ও যোহেব আহনাফ তীব্রকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আরো অন্যান্য সদস্য যারা আছেন, সহ সভাপতি- সৌম শুভ্র, সহকারী সাধারণ সম্পাদক-কৌশিক কর্মকার, সাংগঠনিক সম্পাদক- ইফাত ইমতিয়াজ অয়ন্ত, কোষাধ্যক্ষ- জাকারিয়া সুলতানা প্রীতি, সাংস্কৃতিক সম্পাদক- অভয় সাহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- ইফতেসাম ইফতি, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- আবির হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- জোতি সাহা, দপ্তর সম্পাদক- মীম আক্তার মায়া, শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক- মুমতাহিনা রহমান, সদস্য(১)- রোমান, সদস্য(২)- দ্বীপ মিত্র।