নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখার উদ্যোগে শনিবার ২০ মে বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ নারী শাখার আহ্বায়ক কৃষ্ণা ঘোষ, এই সভায় রক্তব্য রাখেন, সিপিবি, কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা দুলাল সাহা।
এই সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি শহর কমিটির সভাপতি শ্রমিক নেতা আঃ হাই শরীফ, জেলা সম্পাদকম-লীর সদস্য শাহানারা বেগম এবং শোভা সাহা। এই সভায় সংগতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা শিশির চক্রবর্তী। এই সভাটি সঞ্চালনা করেন মৈত্রী ঘোষ।
এই সভায় বক্তারা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার বর্ণনা করেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা উদ্ধৃতি করে বলেন, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের এই বাজার দরে নাবিশ্বাস উঠেছে।
বক্তারা আরও বলেন, বিনা ভোটে নির্বাচিত এই সরকারের দেশের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সাথে তেল, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি সমাজ কাঠামো ও জনগণকে অস্থিতিশীল করে তুলেছে। এই সভায় বক্তারা আহ্বান জানিয়ে বলেন, ঘুষ, দুর্নীতি, বাজার-সিন্ডিকেট মোকাবেলা করতে জনগণকে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আগামী ঈদের পূর্বে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাজার নিয়ন্ত্রণ চাল, ডাল, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ন্যায্যমূলের দোকান চালু করে জনগণের দুরবস্থা থেকে মুক্ত করতে হবে। শ্রমিকদের জন্য ২৫,০০০/= (পঁচিশ হাজার) টাকা ন্যূনতম
মজুরি নির্ধারণ সহ রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানাই।