নিউজ ব্যাংক ২৪ ডট নেট : (শোক বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীরবাংলা’র নির্বাহী সম্পাদক আলহাজ্ব আরিফুর রহমান জুয়েল গত বুধবার ৬ জানুয়ারী ভোর ৫টা ৩০ মিনিটে পরলোক গোমন করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বাদ আছর তার গ্রামের বাড়ি সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের রতন মার্কেট এলাকার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আলহাজ্ব মোঃ আরিফুর রহমান জুয়েল গত ৪ ডিসেম্বর ১৯৬৪ সালে নারায়ণগঞ্জের শিক্ষার আলোর দিশারী মরহুম আলহাজ্ব মজিদ মাষ্টার (প্রধান শিক্ষক) ও মরহুম শাহিদা খাতুন (প্রধান শিক্ষক) দম্পত্তির ঘরে নারায়ণগঞ্জ সোনারগাঁও’র আমগাঁও বড়বাড়ি জন্ম গ্রহন করেন। নারায়ণগঞ্জ তোলারাম কলেজ বিশ্ব বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ শেষে উচ্চ শিক্ষা লাভের জন্য রাশিয়া সৌভিয়েত ইউনিয়নে যান। শিক্ষা শেষে দেশে ফিরে সাংবাদিকতা ও শিক্ষকতা শুরু করেন।
তিনি ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক অনন্যা, সাপ্তাহিক মোকাবেলা, সাপ্তাহিক নীরবাংলা’র গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। দৈনিক আজকের নীরবাংলা প্রতিষ্ঠাকালিন থেকে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ফতুল্লা কাশিপুরের হাজীপাড়া মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক পদে কর্মরত ছিলেন। মা বাবার ঘরে তিনি ছোট সন্তান। তার বড় বোনও মরহুম আলহাজ্ব সাবিকুন নাহার হাসমত পরি (আপা) ছিলেন নারায়ণগঞ্জ বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের আমৃত্য প্রধান শিক্ষিকা, তিনি ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ’র সভাপতি। তার মেঝ বোন নুরনাহার বেগমও ছিলেন প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বড় ভাই আলহাজ্ব আতাউর রহামন খোকন টিএন্ডটির সাবেক ইঞ্জিনিয়র। ৮ ভাই বোনের মধ্যে আলহাজ্ব আরিফুর রহমান জুয়েল ছিলেন সবার ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, গত ৫ ডিসেম্বর তিনি ষ্টোক করেন, তাকে হাসপাতাল ভর্তি করলে আজ ভোর ৫টায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আলহাজ্ব আরিফুর রহমান জুয়েল’র মৃত্যু খবরে দৈনিক আজকের নীরবাংলা’ পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে। তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক এম ওয়াই হাসমত উল্লাহ, বিশিষ্ট শিল্পপতি ও খেলাঘরের সভাপতি জহির আহমেদ, ডা. চেমন আরা বেগম মুকুল, এ্যাড. মিজানুর রহমান, তোলারাম কলেজের সাবেক নেতা আহম্মেদ ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রতন, দৈনিক আজকের নীরবাংলা’র সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, সহ-সম্পাদক মোঃ শাহিন ভান্ডারি, আলমগীর কবির, সোনারগাঁও প্রেস ক্লাব সোসাইটির সভাপতি জাকির হোসেন ঝন্টু, ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান প্রমূখ।