নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা বিএনপি’র সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহেনশাহ আহাম্মদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানাকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে ২৬নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।
গত রবিবার ১৮ জুন সন্ধায় ওয়ার্ডের সভাপতি মোঃ সোহেল ও সম্পাদক মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জের কবিলের মোড়স্থ থানা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে গিয়ে তারা এ অভ্যর্থণা জানায়। অভ্যর্থণাকালে সভাপতি-সম্পাদক ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি, মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সংগঠনিক সম্পাদক ইসলাম নারু, সদস্য মোঃ আসলাম, মোঃ ডালিম, মজিবুর রহমান, আলমগীর হোসেন, পিয়ার আলী, আলী আক্কাস প্রমুখ।
অভ্যর্থণাকালে নাজমুল হক রানা বলেন, গত ৯জুন বন্দর থানা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়। আপনাদের ভালবাসায় আমি বিনা
প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক এবং আমার সহযোদ্ধা আলহাজ্ব শাহেনশাহ আহাম্মদ ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছে এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আছেন বলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছি। তবে অভয় দিচ্ছি আপনাদের ভোটের মূল্যায়ন রেখেই আমরা আগামীতে সকল আন্দোলন সংগ্রামে এক সঙ্গে কাজ করে যাবো।প্রতিযোগিতায় হারজিত থাকবেই। কাজেই যারা আমাদের সঙ্গে নির্বাচনে হেরেছে তাদেরকে নিয়েও আমরা কাজ করতে চাই। আগামীতে ঐক্যবদ্ধ থেকে আমাদের সরকার গঠন প্রক্রিয়া সরব করতে হবে। সেই সাথে ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই আমরা প্রমাণ করবো সারা বাংলাদেশের মধ্যে আমরা বন্দর থানা বিএনপি সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন।