29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / বন্দর ইউপি’র ৫০টি মসজিদের ইমাম ও প্রতিনিধি’র সাথে মত বিনিময়, নগদ প্রণোদনা এবং সচেতনতা সামগ্রী বিতরণ করেন এহসান চেয়ারম্যান

বন্দর ইউপি’র ৫০টি মসজিদের ইমাম ও প্রতিনিধি’র সাথে মত বিনিময়, নগদ প্রণোদনা এবং সচেতনতা সামগ্রী বিতরণ করেন এহসান চেয়ারম্যান

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : নারায়ণগঞ্জ জেলার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজের সকল মানুষকে সচেতন করতে নিজ ইউনিয়নের মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং মসজিদ কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করেন। তাছাড়া করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার ৮ই মে সকাল ১০টায় বন্দর ইউনিয়নের বাড়ীখালি কওমী মাদ্রাসা মাঠে ৫০টি মসজিদের ইমাম, মোয়াজ্জেন ও মসজিদ কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকের সাথে মরণঘাতি করোনা ভাইরাস প্রসঙ্গে এ ব্যতিক্রমধর্মী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় এহসান চেয়ারম্যান বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মহামারী এই করোনা ভাইরাস যদি ব্যাপক হারে বিস্তার ঘটে তবে লক্ষ লক্ষ মানুষ প্রাণ অকালে হারাবে। কিন্ত যদি আমরা এই ভাইরাস সম্পর্কে একটু সচেতন হই, আমাদের আশপাশের মানুষদের সচেতনতায় উদ্ভুত করি তাহলে এই ভাইরাস থেকে আমরা নিজে এবং আমাদের সমাজকে রক্ষা করতে পারবো। এ বিষয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সচেতনতায় কাজ করতে হবে। তাছাড়া শুধু আমাদের নিজ বাড়ী এবং মসজিদ পরিচ্ছন্ন রাখলে চলবেনা, পাশাপাশি এলাকার রাস্তা-ঘাট, পুকুর জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজ উদ্যোগে।

আলোচনা শেষে বন্দর ইউনিয়নের ৫০টি মসজিদের ইমাম ও প্রতিনিধিদের হাতে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক প্রণোদনা প্রদান করেন চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ। তাছাড়া সচেতনতা সামগ্রী- হাইজিনিক পাওডার, বালতি, ব্রাশ, সাবান প্রভৃতি বিতরণ করেন তিনি। মত বিনিময় সভা শেষে মহামারী করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির সুরক্ষা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …