5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / বন্দরে লেজারার্স যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বন্দরে লেজারার্স যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বন্দরে করোনা পরিস্থিতিতে লেজারার্স যুব সমাজের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মহীণ ৩‘শ অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনী এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার ১ এপ্রিল সকাল ১১টায় নাসিক ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকার যুব সমাজের পক্ষ থেকে টিটু,রাজু,আলিম,আসিফ,লিখন কামালের তত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় খাদ্য সামগ্রী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

বিতরন পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে খান মাসুদ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের উন্নত রাষ্ট্রে হাজার হাজার মানুষ মৃত্যু বরন করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তাৎক্ষণিক সতর্কতামূলক পদক্ষেপে আমাদের দেশে এর সংক্রমণ নিয়ন্ত্রন রয়েছে। সরকারের নির্দেশনা মেনে আমরা যদি সতর্কতা অবলম্বন করি তাহলে খুব শিঘ্রই করোনা ভাইরাস যুদ্ধে আমরা বিজয়ী হব।

খান মাসুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জনপ্রতিনিধি ও নেতাদের নির্দেশ দিয়েছেন দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। দেশের এই দুর্যোগময় সময়ে আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, বন্দর যুবলীগ নেতা মোঃ শেখ মমিন, হোসেন, বাবু মোল্লা, আজিজুল হক আজিজ, মোঃ মিলন আহমেদ, হীরা, জীবন, সজিব, সুরুজ, শান্ত, আমির, আল-আমিন, সুবনি, ইমরান, আসিফ, অপু, ফরিদ, মোঃ শামীম মোঃ নাজমুল মোঃ বুলবুল, রাসেল,পরান, শ্যামল, সাইফুল প্রমুখ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …