নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জনকে পিটিয়ে আহতসহ ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ১লাখ টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ মুন্না, অনিক,তহিদুল ও শুভ গং। এ সময় উল্লেখিতরা ঘরের
আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধণ করে।
গত রবিবার ১৬ এপ্রিল বিকেলে বন্দর থানাধীন ২৩ নং ওয়ার্ডের কদমরসুল কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে উল্লেখ করা হয়, কদমরসুল মাঠ সংলগ্ন এলাকার মোঃ সুলতান মিয়ার স্ত্রী নাসরিন বেগমের সঙ্গে গত রোববার বিকেল ৫ টায় আম পাড়া নিয়ে একই এলাকার বাবুল মিয়ার ছেলে মুন্না ও দুলাল মিয়ার ছেলে তহিদুলের ঝগড়া হয়। এর জের ধরে রাত সাড়ে ৭ টায় মুন্না ও তহিদুল তাদের বন্ধু উঠতি সন্ত্রাসী বাদশা মিয়ার ছেলে অনিক এবং শুভসহ অজ্ঞাতনামা ৬/৭জনের একটি সংঘবদ্ধ দল রড,শাবল ও ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা বাদী নাসরিন (৫০) স্বামী সুলতান মিয়া (৫৫), দেবর সিরাজ (৪৫), বড় মেয়ে পুশমিনা (২৫) এবং ২১ দিনের বাচ্চা পেটে থাকা ছোট মেয়ে সানজীদা (১৯) কে বেদম মারধর করে। এক পর্যায়ে নাসরিন ও পুশমিনার গলায় থাকা ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ১লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আহতদের ডাকা চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সটকে পড়ে। পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।