নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা হতে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী “মোঃ জুম্মন” র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত বুধবার ২৩ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সল্পেরচক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জুম্মন (২৭) কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা মোতাবেক ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১(এক) মাসের বিনাশ্রম করাদন্ডে দন্ড প্রাপ্ত হওয়ায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী মোঃ জুম্মন (২৭), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, মাতা- মোশারা ওরফে মোরশেদা বেগম, সাং-বন্দর (হাফেজীবাগ কবরস্থানের পাশে), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জুম্মন (২৭)’কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।