নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক বন্দর থানার গণধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আরমান (২০)’কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বন্দর থানার গণধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরমান (২০)’কে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানাযায় যে, গ্রেফতারকৃত আসামী আরমান (২০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং-৩৫(১০)১৯, নারী ও শিশু-৩১১/২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। ঘটনার পর হতে উক্ত আসামী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে
ছিল।
বর্ণিত গণধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাকত আসামী আরমান (২০)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সিপিএসসি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ণিত গণধর্ষণ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আরমান (২০), পিতা-মৃত আকবর আলী, সাং-কুড়িপাড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ০৮/০৪/২০২৪ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।