নিউজ ব্যাংক ২৪. নেট : বগুড়ার আদমদীঘির সান্তাহারে হাত খরচের টাকা বাঁচিয়ে ২০০ ছিন্নমূল মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিল শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বিকালে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ফুটওভার সেতুর সামনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এসব বিতরন করা হয়। শিক্ষার্থীরা নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, শিক্ষার্থীদের নিজেদের নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। প্যাকেটে ছিল— পোলাও, ছোলা, খেজুর, আঙ্গুর, আপেল, পেঁয়াজুসহ কয়েক রকমের ইফতার সামগ্রী। শিক্ষার্থীরা বাড়িতে রান্না করে ইফতার প্যাকেট করেন।
শিক্ষার্থী তাসিক তাহমিদ বলেন, ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণের সিদ্ধান্ত নেই। এমন উদ্যেগে সবাই একমত পোষণ করে। নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে রোজাদারদের ইফতার বিতরণ করা হয়।
আরেক শিক্ষার্থী স্বচ্ছ বলেন, এমন উদ্যোগে নেয়ায় মা-বাবারাও অনেক খুশি। ইফতারগ্রহণকারীরা আমাদের দোয়া করেছেন এবং উৎসাহ জুগিয়েছেন। রোজা ছাড়াও আগামী দিনগুলোতে ভালো কিছু কাজ করার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিল সমাজ সহযোগী ফান্ডের সভাপতি আবিদ অভি কাব্য, সাধারণ সম্পাদক তাসিক তাহমিদ, সাংগঠনিক সম্পাদক আলফাইম তাওসিফ, সহ সভাপতি স্বচ্ছ, সৈকত, রুদ্র, অয়ন, ইসথি সহ অনেকে।