নিউজ ব্যাংক ২৪. নেট : রূপগঞ্জ থানাধীন বড়ালোপাড়াগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী র্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল ২০২৪ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বড়ালোপাড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ২ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃত আসামী ১। আব্দুল্লা আল মামুন (২৩), পিতা-আব্বাস আলী, সাং-বড়ালোপাড়াগাঁও, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ আশিক (১৯), পিতা-নিজাম উদ্দিন, স্থায়ী সাং-বাউরিয়া, থানা- সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, এ/পি-ভূঁইয়া মসজিদ, স্টাফ কোয়াটার্স, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।