8 Poush 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / ফিলিস্তিন সঙ্কট ইস্যুতে ওআইসির সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ

ফিলিস্তিন সঙ্কট ইস্যুতে ওআইসির সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ

নিউজ ব্যাংক ২৪. নেট :  ফিলিস্তিন সঙ্কট নিয়ে ওআইসির সম্মেলন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। এতে বাংলাদেশ যোগ দেবে বলে রবিবার ১৫ অক্টোবর জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের আহ্বানে ১৮ অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি সম্মেলন। ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল।

রবিবার ১৫ অক্টোবর ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রী এই উদ্বেগ ও নিন্দা জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৮ অক্টোবর ফিলিস্তিন সঙ্কট নিয়ে ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এতে বাংলাদেশ যোগ দেবে।

উল্লেখ্য, গেল ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলের বোমা হামলায় ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুমানিক নয় হাজার ৭০০ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো হামলায় এতজন ইসরায়লি নিহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন...

১২ প্রজ্ঞাপনে মোট ২২৪ বিচারককে বদলি

নিউজ ব্যাংক ২৪. নেট : অধস্তন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া …