নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ০৪ জুন ২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কাশিপুর বাংলাবাজারস্থ একটি কোচিং সেন্টারে ৭ম শ্রেনীর শিক্ষার্থীকে শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন, যার মামলা নং-১৪, তারিখ-০৭/০৬/২০২২ইং। শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় এলাকায় বিরুপ প্রভাব সৃষ্টি করে। যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২২ তারিখ র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন মামলার
আসামী আবু আসাদ হিরা (৩৫), পিতা- আবুল হোসেন, সাং- কাশীপুর আমবাগান, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে ডিএমপি, ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কাশিপুর বাংলাবাজারস্থ জনৈক বাবুল এর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে কোচিং সেন্টার দিয়ে তা পরিচালনা করে আসছিল। ভিকটিম উক্ত এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। গত ০২/০২/২০২২ তারিখে অভিযুক্তের কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিয়মিত কোচিং করে আসছিল। এর সুবাদে গত ০৪ জুন ২০২২ তারিখে অভিযুক্ত শিক্ষকের কোচিং সেন্টারে গেলে, উক্ত কোচিং সেন্টারের কক্ষে ভিকটিম ব্যতিত আর কোন ছাত্রী না থাকায় ভিকটিম বাসায় চলে যাওয়ার সময় অভিযুক্ত শিক্ষক কিছু সময় অপেক্ষা করার কথা বলে তার পাশে বসে। অতঃপর জোরপূর্বক অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করার অসৎ উদ্দেশ্যে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।