8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / ফতুল্লায় ফ্লাট বাসা হতে ৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার 

ফতুল্লায় ফ্লাট বাসা হতে ৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার 

নিউজ ব্যাংক ২৪. নেট :  র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২১ এপ্রিল ২০২৩ খ্রিঃ
মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৯ কেজি গাঁজা’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ ইমরান (২৬), পিতা- মৃত জাবেদ আলী মতবর, সাং-গাওদিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ২। মাহাবুবুর রহমান (৪২), পিতা- মৃত আলী আহম্মদ, ৩। মোঃ শফিকুল ইসলাম (৫২), পিতা- মৃত জবেদ আলী, উভয় সাং- মনকাশাইর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে ফ্লাট বাসা ভাড়া নিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য নারায়ণগঞ্জসহ এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গত ২১ এপ্রিল ২০২৩ খ্রিঃ গ্রেফতারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর সাকিনস্থ শাহী মহল্লা কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদের উত্তরপাশে ডাক্তার আলাউদ্দিন এর ৫ তলা বিল্ডিং এর ৫ম তলার পশ্চিমপার্শ্বের ভাড়াটিয়া আসামী মোঃ ইমরান (২৬) এর ফ্লাটে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে আটক করা হয়। এছাড়াও জানা যায় গ্রেফতারকৃত আসামী মোঃ ইমরানের বিরুদ্ধে একাধিক থানায় মাদক মামলা চলমান রয়েছে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …