29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / ফতুল্লায় ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ফতুল্লায় ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় তাহের আহমেদ তন্ময় (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নারায়ণগঞ্জ কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র সে।

বুধবার ১৯ জুলাই বিকেল ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তার বাবা মো. সম্রাট মিয়া জানান নারায়ণগঞ্জের ফতুল্লার ঘোলাইল এলাকায় ভাড়া থাকেন তারা। দুই ভাইবোনের মধ্যে তন্ময় ছিল বড়। এলাকাতেই কোচিং করে সে। বিকেলে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে ভোলাইল কেন্দ্রীয় মসজিদের পাশে রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন...

না’গঞ্জে ঝুটের গোডাউনে আগুন 

নিউজ ব্যাংক ২৪. নেট  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে …