22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / প্রেমিক কর্তৃক ৫ম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে হত্যার পর লাশ গুম

প্রেমিক কর্তৃক ৫ম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে হত্যার পর লাশ গুম

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : প্রেমিক আব্দুল্লাহ’র মিথ্যে ভালোবাসার ফাঁদে পা দিয়ে অকালে প্রাণ হারালো নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ৩১/৫০ এলএন রোড দেওভোগ নিবাসী মোঃ জাহাঙ্গীর মিয়ার ৫ম শ্রেণী পড়ুয়া মেয়ে জিসামনি (১৫)।


মামলার এজাহার হতে জানাযায়, প্রথমে সুকৌশলে গত জুলাই মাসের ৪ তারিখে ভিকটিম জিসামনিকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় লম্পট ও খুঁনি আব্দুল্লাহ (২২)। তারপর খুঁনি আব্দুল্লার বন্ধু অটোরিক্সা চালক খুঁনি রকিব (২০) ও নৌকার মাঝি খলিল (৩৬) সহ ৩জন মিলে শীতলক্ষ্যা নদীর একরামপুর ইস্পাহানী ঘাটে নৌকায় ঘুরতে যায়। এক পর্যায় তারা ৩জনে মিলে ভিকটিম জিসামনিকে গণধর্ষণ করে এবং ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়। লম্পট ও খুঁনি আব্দুল্লাহ (২২) ও তার দুই সহযোগী অটোরিক্সা চালক রকিব (২০) এবং নৌকার মাঝি খলিল (৩৬) এই ঘটনার পর গাঁ ডাকা দিলে নিখোঁজ ভিকটিম জিসামনির বাবা মোঃ জাহাঙ্গীর মিয়া অনেক খোজাখুঁজি করে নিখোঁজ জিসামনিকে না পেয়ে গত ৬ই আগষ্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-০৬/ ০৬-০৮-২০ইং একটি নারী ও শিশু অপহরণ মামলা দায়ের করে।

মামলার তদন্ত করে সদর মডেল থানার এইআই মোঃ শামীম আল মামুন গত ৭ই আগষ্ট বন্দর থানাধীন বুরুন্ধি এলাক হতে ১নং আসামী ধর্ষক আব্দুল্লাহ ও তার বন্ধু রকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঐ দিন জুডিশিয়াল ম্যাজিট্রেট সদর নারায়ণগঞ্জ আহাম্মদ হুমায়ূন এর আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামী আব্দুল্লাহ ও রবিককে আদালতে হাজির করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে খুঁনি আব্দুল্লাহ ও রকিব নিজেদের অপরাধ স্বীকার করে তাদের সহযোগী অপর খুঁনি নৌকার মাঝি খলিলের সন্ধান দেয়। পুলিশ এরপর খুঁনি নৌকার মাঝি লম্পট খলিলকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামীম আল মামুন জানায়, আমরা দক্ষতার সাথে মামলাটি তদন্ত করছি। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট নারায়ণগঞ্জ মোঃ মিল্টন হোসেন এর আদালতে ৩জন আসামী এই মামলার অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্ধী দেয়। তাছাড়া ভিকটিম জিসামনির লাশের এখনো কোন সন্ধান মিলেনি। আমরা আশপাশের সকল থানায় ভিকটিমের ছবি পাঠিয়েছি। আশাকরি আদালত এই মামলার বিষয়টি আমলে নিয়ে ন্যায় বিচার করবে।

মামলার বাদী নিহত জিসামনির বাবা মোঃ জাহাঙ্গীর মিয়া সাংবাদিকদের কাছে কান্নায় ভেঙ্গে পরে বলেন, কি অপরাধ ছিলো আমার হাসিখুশি মেয়েটির। এই অমানবিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। সরকার ও আইন শৃংখলা বাহিনীর কাছে সুষ্ঠ বিচার চাই।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …