নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বৎসরের ন্যায় এবারও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১লা মার্চ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন সভামঞ্চে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। পুলিশ সৎ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। পুলিশ জনগণের সেবক হয়ে কাজ করে। আমাদের মহান স্বাধিনতা যুদ্ধে আমাদের পুলিশ সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারন যুদ্ধের শুরুটা করেছিলেন পুলিশের সদস্যগণ। আমরা মুক্তিযোদ্ধারা পরে অংশগ্রহণ করি। পুলিশ জনগণের সেবক, জনগণ যেন তাদের সেবাটা পুরোপুরি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন।
তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন পুলিশের সংখ্যা খুব নগণ্য ছিল। তবে সে সংখ্যাটা বর্তমানে বেড়েছে, তবুও সেটা কম। এখানে যখনই আসি তখনই আমি অবাক হই কারন পূর্বে এ জায়গা কেমন ছিলো এবং বর্তমানে কতটুকু উন্নতি সাধিত হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের সংখ্যা কম, সেই সংখ্যা ভবিষ্যতে বাড়বে বলে আমি আশাকরি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তবে কিছু মৃত্যু আছে যা সহজে মেনে নেওয়া যায় না। পুলিশে কর্তব্যরত অবস্থায় যেসকল সদস্য মৃত্যুবরণ করে তাদের স্মরণেই এ দিনটি পালিত হয়ে থাকে। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক দেরিতে আমরা এ দিবসটি পালন করছি, তবুও তো করছি। পুলিশ যেন নিজেদের ভাবমূর্তি বজায় রেখে কাজ করে সে আহ্বান করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পিবিআই মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডাঃ শাহনেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবির কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিপন সরকার শিখন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।