22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে বৃষ্টি ও বজ্রপাতে ৩৬ জনের মৃত্যু

পাকিস্তানে বৃষ্টি ও বজ্রপাতে ৩৬ জনের মৃত্যু

নিউজ ব্যাংক ২৪. নেট : গত তিন দিনে পাকিস্তানের বজ্রপাত ও অতিবৃষ্টিতে ৩৬ জনের মৃত্যু হয়েছে,  যাদের অধিকাংশই কৃষক। তীব্র বৃষ্টি ও বজ্রপাতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এপি।

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র আরফান কাথিয়া বলেন, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে যখন তারা কৃষিকাজ করছিলেন। আগামী দিনগুলো বৃষ্টি আরো বাড়বে বলেও জানান তিনি।

বৃষ্টি ও বজ্রপাতে বেলুচিস্তানে মারা গেছেন ৭ জন, প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন ৮ জন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুর্গতদের সাহায্যের জন্য সরকারি সবগুলো সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন...

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত শতাধিক

নিউজ ব্যাংক ২৪. নেট : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় এক অনুষ্ঠানে পদদলিত হয়ে …