নিউজ ব্যাংক ২৪. নেট : পশ্চিম তীর থেকে অন্তত ২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৭ এপ্রিল) তাদের বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি বন্দি সোসাইটি জানিয়েছে, পশ্চিম তীর থেকে অন্তত ২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে শিশু ও সাবেক কারাবন্দিও রয়েছেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই পশ্চিম তীরের বাসিন্দাদের গ্রেফতার করছে ইসরায়েলি বাহিনী।
পর্যবেক্ষণকারীরা জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের সাত মাসে অন্তত আট হাজার ৪৮০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলে নিয়ে গেছে দেশটির সামরিক বাহিনী
এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯ জন।
সেই সঙ্গে গাজায় মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩৪ হাজার ৩৮৮ জন। আর আহত হয়েছেন ৭৭ হাজার ৪৩৭ জন।