8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জন দূর্ভোগ / পঞ্চবটি এনওসিএস, শীতলক্ষ্যা বিদুৎ অফিসে দূর্ণীতির আখড়ায়

পঞ্চবটি এনওসিএস, শীতলক্ষ্যা বিদুৎ অফিসে দূর্ণীতির আখড়ায়

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি, এনওসিএস, শীতলক্ষ্যা অফিস দূর্ণীতির আখড়ায় পরিনত হয়েছে।৷ অতিরিক্ত লোড অপসারণে কিলো প্রতি সরকারি ভাবে ব‍্যাংক জমা ৮ শত টাকা ধার্য্য করা থাকলে ও অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ গ্রাহকদের নিকট হতে সরকারি মূল্যের অতিরিক্ত ৩ গুন টাকা নিচ্ছে বলে গ্রাহকদের থেকে মুঠোফোনে জানা যায়।

অফিস কর্মকর্তা ও কর্মচারীদের নিকট সরকারি ধার্য্যকৃত মূল্যের চেয়েও অধিক টাকা কেন নেওয়া হচ্ছে তা জানতে চাইলে নির্বাহী প্রকোশলী গোলাম মোরশেদ এর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্বব হয়নি।

এ ছাড়া আরো অভিযোগ পাওয়া যায়, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করলে অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী প্রতিটি ফাইল করতে অধিক টাকা আদায় করে নিচ্ছে।

এদিকে মাঠ পর্যায়ে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে মিটার চেক করার নাম করে মিটারের বিভিন্ন ক্রটি দেখিয়ে জরিমানা করার ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবী করেন বলে জানান ভুক্তভোগী গ্রাহকরা।

গ্রাহকগন উক্ত কর্মকর্তা ও কর্মচারীদের সাজানো নাটকে প্রতারনার স্বীকার হয়ে মোটা অঙ্কের অর্থ খোয়াচ্ছে। আবার কোন গ্রাহক যদি তাদের সাথে আপোষ না করে , তবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং প্যানাল বিল করে দেওয়ার এমন অভিযোগ পাওয়া যায়।

 

আরও পড়ুন...

না’গঞ্জে ক্রোণী এ্যাপারেলস্ লি. ও অবন্তী কালার লি. এর শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর …