নিউজ ব্যাংক ২৪. নেট : নৌ পথে নৌ চাঁদাবাজি, ব্লাকহেডের নানা অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল।

সোমবার ২১ আগষ্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা, মেঘনা, ভ্রমপুত্র, ধলেশ্বরীসহ বিভিন্ন নদী পথে অভিযান চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা।
তিনি জানান, আজকে ২৪ টি ব্লাকহেডের বিরুদ্ধে নানা অপরাধে অভিযান পরিচালনা করা হয়। কারো ফিটনেস, কারো কাগজ পত্রাধি সঠিক না থাকায় অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অপরাধে মেরিন কোর্ট তাদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান করবেন।
তিনি আরও জানান, অবৈধ ড্রেজার ও অবৈধ বালু উত্তোলের প্রতি নারায়ণগঞ্জ নৌ পুলিশ জিরু ট্রলারেন্স। এ সময়ে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নৌ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ।