নিউজ ব্যাংক ২৪. নেট : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ২২ মে ২০২৩ খ্রিষ্টাব্দ বিকাল ৪ টা ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন গোলচত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নোয়াখালী চাটখিল থানার চাঞ্চল্যকর “বাশার” হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামী মোঃ ফরহাদ (২৩), এবং মোঃ রাহাদ (১৯) উভয় পিতা- মোঃ নুরুল হক, সাং-পশ্চিম শোশালিয়া, দেওয়ানবাড়ি, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী’দেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ভিকটিম বাশার এবং গ্রেফতারকৃত আসামীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ০৩/০৫/২০২৩ খ্রিস্টাব্দে ভিকটিম বাশার এর ভাই চাটখিল থানাধীন শোশালিয়া সাকিনস্থ মোশারফ হোসেন মডেল হাইস্কুল সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিবাদীদের ১০/১২ জন এর একটি গ্রুপ ভিকটিম বাশার এর ভাইকে আক্রমণ করে। বাশার ঘটনাস্থলে তার ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। এতে পূর্ব-শত্রুতার জের ধরে বিবাদীরা ভিকটিম বাশারকে তার ভাইকে সহ এলোপাথাড়ি মারধর করতে থাকে। মারামারির এক পর্যায়ে বিবাদী ভিকটিম বাশারকে কাঠের শক্ত রোয়া দিয়ে মাথায় স্ব-জোরে আঘাত করে এবং
পুরুষাঙ্গে লাথি মেরে ভিকটিমকে মারাত্মক আহত করে। পরবর্তীতে ভিকটিম বাশারকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নোয়াখালীসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নোয়াখালী জেলার চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৫, তারিখ ০৩ মে ২০২৩ খ্রিঃ। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে পলাতক থাকে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং আসামী মোঃ ফরহাদ (২৩), এবং মোঃ রাহাদ (১৯)’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য
অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে নোয়াখালী জেলার চাটখিল থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।