20 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খেলাধুলা / ‘নীট কনসার্ন ফুটবল একাডেমি’র শুভ উদ্বোধন

‘নীট কনসার্ন ফুটবল একাডেমি’র শুভ উদ্বোধন

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘নীট কনসার্ন ফুটবল একাডেমি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে নীট কনসার্ন গ্রুপের ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা এ ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

নীট কনসার্ন ফুটবল একাডেমির কর্নধার ও নীট কনসার্ন গ্রুপের ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা বক্তব্যেূ বলেন, আমি কোন রাজনীতি করিনা। যে দল ক্ষমতায় আসে আমি সে দলের, কারন আমি একজন ক্রীড়া সংগঠক। আমি খেলাধুলা নিয়ে থাকি। আমি যে কোন খেলায় স্পনসার করে থাকি। এতো দিন নীট কনসার্ন ক্রিকেট খেলার একটি দল ছিল এখন থেকে ফুটবল ও সঙ্গে যোগ হলো।

খেলাধুলা করলে সমাজ থেকে মাদক মুক্ত করা যাবে বলে আমি মনে করি। যে কোন খেলাধুলার আয়োজন করতে যদি আমাকে প্রয়োজন হয় আমি সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। দোয়া করবেন সব সময় যেন খেলাধুলার পাশে থাকতে পারি।

আরও পড়ুন...

রানারআপ রাশেদ ও তৃতীয় সৃজন চাকমা জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

নিউজ ব্যাংক ২৪. নেট : চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় এবারের শিরোপা জিতেছেন নবাগত শরীফ। …